scorecardresearch
 
Advertisement

VIDEO: “পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি অন্যায্য নয়”: দিলীপ

VIDEO: “পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি অন্যায্য নয়”: দিলীপ

পৃথক উত্তরবঙ্গ (North Bengal) রাজ্যের দাবি অন্যায্য নয়, মন্ত্রী জন বার্লার পাশে দাঁড়িয়ে সুর বদল দিলীপের। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি (BJP)-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “জঙ্গলমহল বা উত্তরবঙ্গ যদি আলাদা (Separate) হতে চায় তার সমস্ত দায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর। কেন উত্তর বাংলার কোনো উন্নয়ন হয়নি? কেন এখানকার মানুষকে চিকিৎসা, শিক্ষা এবং চাকরির জন্য বাইরে যেতে হবে? অতএব তারা যদি আলাদা রাজ্যের দাবি তোলেন তাহলে সেটা অন্যায্য নয়। জন বার্লা (John Barla) একজন জনপ্রতিনিধি, যারা তাকে জিতিয়েছেন তাদের কথা শোনা তার দায়িত্ব, তাদের আওয়াজ তোলা তার দায়িত্ব। তাই তিনি বলেছেন। এতে পার্টির স্ট্যান্ড আছে, পার্টি ভেবে দেখবে।"

Advertisement