এও যেন এক 'কালাপানি'-র জীবন যাপন। বছর বছর ভোট দেন। কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কালিম্পংয়ের গরুবাথানের বাধে গ্রামের বাসিন্দারা। আসলে এটি একটি পাহাড়ি গ্রাম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা,স্কুল, হাসপাতাল যাওয়ার জন্য গ্রামবাসীর ভরসা পাহাড়ি রাস্তা। কিন্তু সেই রাস্তার দশা বেহাল। তাও প্রায় গত 4 মাস ধরে| গ্রামবাসীর দাবি, ওই রাস্তা চলাচলের অযোগ্য। যখন তখন ভূমিধস হচ্ছে। তাই তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে| হাসপাতাল, বাজার-দোকান যেতে পারছেন না তাঁরা। পুরুষরা কোদাল হাতে পাথর সরিয়ে রাস্তায় চলাচল করলেও মহিলা ও শিশুদের পক্ষে চলাফেরা করা অসম্ভব হয়ে উঠেছে। এ যেন কোনও এক বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছেন তাঁরা। কাঠের সাঁকোও তাঁরা। বানিয়েছেন। তবে তা অস্থায়ী। তাই সরকারের কাছে তাঁদের আবেদন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।