Advertisement

Siliguri Municipal Election 2022: শিলিগুড়িতে জমজমাট ভোট যুদ্ধ, বোর্ড দখল করবে কে ?

শিলিগুড়ি পুরনিগম চিরকালই ছিল বামেদের দখলে। এবারের পুরনির্বাচনে বামেরা মরিয়া তাদের দুর্গ অটুট রাখতে। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে ক্ষমতা দখল করতে। ছেড়ে দিতে নারাজ পদ্ম শিবিরও। কার দখলে যাবে শিলিগুড়ি, তা জানা যাবে কয়েকদিন পরই। কিন্তু তার আগে শুনে নেওয়া যাক আমজনতার রায়। কী পেয়েছেন তারা, আর কী পাননি। দেখুন গ্রাউন্ড রিপোর্ট।

Siliguri Municipal Election 2022

Advertisement