সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সোমবার সকালে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লেউসিপাকুড়ি এলাকায় পাহাড়ি মাতার মন্দিরে পুজো করতে আসেন। এদিন তিনি পূজা অর্চনা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দশম জাতীয় সড়ক যেভাবে বর্ষা এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বন্ধ হয়ে গিয়েছে এবং তার জন্য বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে এই বিষয়টি জানানো হয়েছে।
Sikkim Chief Minister Prem Singh Tamang paid obeisance at a temple in Siliguri