scorecardresearch
 
Advertisement

মহানন্দার হাঁটু জলে নীরব প্রতিবাদ, ছট পুজোকে কেন্দ্র করে তরজা

মহানন্দার হাঁটু জলে নীরব প্রতিবাদ, ছট পুজোকে কেন্দ্র করে তরজা

শিলিগুড়ির মহানন্দা নদীতে ছট পুজাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে জোর তরজা। বুধবারও সকাল থেকে শিলিগুড়ি মহানন্দা নদীতে জলে দাঁড়িয়ে ছট ব্রতীরা প্রতিবাদ জানাল পুরনিগমের বিরুদ্ধে। প্রসঙ্গত বিহারের পাটনার পর শিলিগুড়ির মহানন্দা নদীতে সবচেয়ে বড় আকারে ছট পুজো পালিত হয়। জানা গেছে প্রতিবছরই শিলিগুড়ির মহানন্দা নদীতে কয়েক হাজার ঘাট তৈরি করে ছট পূজার আয়োজন করা হয়। তবে চলতি বছর বিশ্বজুড়ে করোনার দাপটে সমস্ত রকম পুজা পাঠ এবং অনুষ্ঠানে COVID গাইডলাইন মেনে ছোট আকারে করার অনুমতি দেওয়া হয়েছে । একইসাথে হাইকোর্টের নির্দেশ অনুসারে এবছর ছট পূজোতেও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। শিলিগুড়িতে মহানন্দার লালমোহন মৌলিক ঘাটে যেখানে ছট পূজা হয় সেই জায়গায় মহানন্দার পাড় বরাবর রাজ্য সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের আওতায় মহানন্দা সৌন্দর্যায়নের জন্য মশার বেঞ্চ সহ বেশকিছু সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে। রেলিং দিয়ে দেওয়ার ফলে ঘাটে নামতে একপ্রকার সমস্যায় পড়তে হবে ছট ব্রতীদের। বুধবার সকালে ফের শিলিগুড়ি পুরনিগম ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জলে নেমে মৌন প্রতিবাদে সামিল হল বিহারী কল্যাণ মঞ্চ। এদিন সকাল থেকেই তারা নদীর জলে দাঁড়িয়ে হাতে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করে বেশ কয়েক ঘণ্টা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে সৌন্দর্যায়নের জন্য তৈরি রেলিং না ভেঙে বিকল্প কোনো ব্যবস্থা করুক পুরনিগম।

Advertisement