scorecardresearch
 
Advertisement

Smuggler Death : নকশালবাড়ির জঙ্গলে বনকর্মীদের সঙ্গে চোরাচালানকারীদের গুলির লড়াই, মৃত ১ দুষ্কৃতী

Smuggler Death : নকশালবাড়ির জঙ্গলে বনকর্মীদের সঙ্গে চোরাচালানকারীদের গুলির লড়াই, মৃত ১ দুষ্কৃতী

চোরাচালানকারিদের সঙ্গে বনকর্মীদের গুলির লড়াই। বনকর্মীদের গুলিতে এক চোরাচালানকারীর মৃত্যু হয়েছে। জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের টুকুরিয়া ঝাড় জঙ্গলে গাছ কাটছিল কয়েকজন দুষ্কৃতী। সেই সময় বনকর্মীরা এসে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বনকর্মীরা পাল্টা গুলি চালালে এক দুষ্কৃতীর মৃত্যু হয় । পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পাউসা সিংহ। সে টাঙ্গুয়াঝাড় গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Death smuggler shot dead by forest workers in North Bengal

Advertisement