করোনার (corona Virus) কারনে দীর্ঘ কয়েকমাস টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ফের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে শুরু হল খেলনা গাড়ির দৌড়। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে এই টয় ট্রেন (Toy Train)। এদিন কাটিহার ডিভিশনের DRM এস কে চোধুরী সবুজ পতাকা দেখিয়ে এই যাত্রার সূচনা করেন। জানা গেছে এখন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতিদিন দার্জিলিং (Darjeeling) পর্যন্ত যাবে এই টয় ট্রেন।