Advertisement

VIDEO: শিলিগুড়িতে আটক সন্দেহভাজন দুই চীনা নাগরিক, উদ্ধার আধার কার্ড

ভারতের আধার কার্ড সহ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে আটক সন্দেহভাজন 2 চীনা নাগরিক,জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাগডোগরা বিমানবন্দরে দুইজন চিনের বাসিন্দাকে আটক করল সিআইএসএফ।তাদের কাছ থেকে যে নথিপত্র উদ্ধার হয়েছে তা সন্দেহজনক।এমনকি আধার কার্ডটির বৈধতা নিয়েও যথেষ্ট সন্দিহান রয়েছে।ধৃতদের নাম হলো যাং জুং ও কাই লেন।সিআইএসএফ তাদের পাকড়াও করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।তারা আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই দুই ব্যক্তি গত ৩ মার্চ নেপাল থেকে করাচী যায়।তারপর সেখান থেকে ফিরে ফের নেপালে যায়।সোমবার তারা নেপালসীমান্ত হয়ে বাগডোগরা এসে পৌঁছায় এবং রাতে বাগডোগরা এলাকার একটি হোটেলে থাকে।

Advertisement