Advertisement

Malkhan Singh : 'ডিসেম্বরেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হবে', দাবি KLO নেতা মালখান সিংয়ের

কেএলও নেতা মালখান সিং দাবি করেন ডিসেম্বরেই উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবে। মালদার বামনগোলায় এক জমি সংক্রান্ত মামলায় মঙ্গলবার সন্ধ্যায় মালদা আদালতে পেশ করা হয় মালখান সিংকে। সেইসময় তিনি বলেন, ডিসেম্বরেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হয়ে যাবে উত্তরবঙ্গ। মালখান সিং জানান, তিনি রাজ্য ভাগের পক্ষে। মালখান সিংয়ের এক আত্মীয় জানান, বেশ কিছুদিন আগে পাকুয়াহাট কলেজের একটি জমি বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ওই মামলা তাঁকে আদালতে পেশ করা হয়েছে। দেওয়া হয়েছে আর্মস কেস। আদালত চত্বরে দাঁড়িয়ে মালখান সিং জানান, আমাকে সিএম অসমে ডেকেছিলেন উত্তরবঙ্গ নিয়ে আলোচনার জন্য। আমি আলোচনাপন্ধীদের কেন্দ্রীয় কমিটিতে আছি। আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ আমার বিরুদ্ধে কোনও কিছুই পায়নি। আদালত মালখান সিংকে পাঁচদিনে পুলিশি হেফাজত দিয়েছে।

Union Territory of North Bengal will be announced in December claimed KLO leader Malkhan Singh

Advertisement
POST A COMMENT