scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

আসানসোলে কালবৈশাখীর তাণ্ডব, দেওয়াল চাপা পড়ে মৃত ১

 আসানসোলে কালবৈশাখী
  • 1/6

কালবৈশাখীর দাপটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। আসানসোলের (Asansol) বার্নপুরের হিরাপুর থানার রাধানগর রোডের খাটাল অঞ্চলের ঘটনা। মৃতের নাম রাজু সাউ।

 আসানসোলে কালবৈশাখী
  • 2/6

শনিবার বিকেলে ব্যাপক কালবৈশাখী ঝড় শুরু হয় আসানসোলে। সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার ছিল বলে জানা যাচ্ছে। 

 আসানসোলে কালবৈশাখী
  • 3/6

ঝড়ের ফলে প্রচুর গাছ পড়ে যায়। রাধানগর রোডের খাটাল এলাকায় একটি বড়গাছ সংলগ্ন দেওয়ালে আছড়ে পড়ে। 

Advertisement
আসানসোলে কালবৈশাখী
  • 4/6

যার ফলে দেওয়ালটি ভেঙে চাপা পড়ে রাজু সাউ নামে ওই যুবকের ওপরে। পরে এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আসানসোলে কালবৈশাখী
  • 5/6

প্রসঙ্গত শনিবার সকাল থেকেই তীব্র গরম ছিল এলাকায়। কালবৈশাখী ঝড়ে ও বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ খানিকটা নেমে স্বস্তি দিয়েছে শিল্পাঞ্চলবাসীদের। 

আসানসোলে কালবৈশাখী
  • 6/6

 তবে ঝড়ের কারণে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement