শাস্ত্রীয় সঙ্গীতের (Indian Classical Music) অন্যতম ঘরানা বিষ্ণুপুর। প্রাচীন কাল থেকেই বিষ্ণুপুর ঘরনার (Bishnupur Gharana) শিল্পীরা তাঁদের সুরের মূর্ছনায় বারেবারেই মন জয় করেছেন শ্রোতা ও দর্শকদের। বিষ্ণপুর ঘরনার আলাপ, বিস্তার, হরকত, মুড়কি, তান সরগম বরাবরই সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক আলাদা জায়গা দখল করে রয়ে গিয়েছে। এবার সেই বিষ্ণুপুরেই শুরু হয় ৩ দিন ব্যাপী মিউজিক ফেস্টিভ্যাল (Bishnupur Music Festival 2021)। সুরের এই উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন বিষ্ণুপুর ঘরনার ধ্রুপদ শিল্পীরা।
রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে জোড় শ্রেণির মন্দির প্রাঙ্গনে পোড়া মাটির হাটে আয়োজিত হয়েছে এই মিউজিক ফেস্টিভ্যাল। উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। বিষ্ণুপুর রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, মহকুমাশাসক অনুপ কুমার দত্ত সহ বিশিষ্ঠরা। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, বিষ্ণুপুরের সঙ্গীত ঘরাণাকে টিকিয়ে রাখতে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, তারই ফলশ্রুতি এই মিউজিক ফ্যাস্টিভ্যাল।
ধ্রুপদী সঙ্গীতের টানে ইতিমধ্যেই বিষ্ণুপুরে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের শ্রোতারা। পাশাপাশি যে সমস্ত পর্যটকরা এখন বিষ্ণুপুরে ঘুরতে গিয়েছেন তাঁদের কাছেও ফেস্টিভ্যাল এক উপরি পাওনা। বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার বিকাশে রাজ্যে সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেন তাঁরাও। একদিকে পোড়া মাটির হাট, অন্যদিকে ধ্রুপদী সুরের মায়াজাল, সঙ্গে শীতের আবহ। সব মিলেমিশে এই মুহূর্তে একেবারে জমে উঠেছে মন্দিরনগরী বিষ্ণুপুর।
মিউজিক ফেস্টিভ্যাল চলবে রবিবার পর্যন্ত, যা মুখের হাসি আরও কিছুটা চওড়া করেছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তাঁদের আশা এই ফেস্টিভ্যালকে ঘিরে আগামী ২ দিন আরও ভিড় হবে বিষ্ণুপুরে। যাতে আরও একটু লাভের মুখে দেখতে পাবেন তাঁরা।