scorecardresearch
 

সিঙ্গুরে রক্তারক্তি! খুড়তুতো দাদা-বৌদিকে কুপিয়ে খুন করল যুবক

সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে খুড়তুতো ভাই তাঁর স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ এক ব্য়ক্তির বিরুদ্ধে। ঘটনায় সিঙ্গুর এলাকায় আতঙ্কের পরিবেশ।

Advertisement
এখানকার ঘটনা এখানকার ঘটনা
হাইলাইটস
  • কুপিয়ে খুন খুড়তুতো দাদা-বউদিকে
  • তলোয়ার দিয়ে কুপিয়ে খুন
  • জখম আরও দুজন

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাতো ভাই ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন করল এক যুবক বলে অভিযোগ।ঘটনাটি হুগলির সিঙ্গুর থানার নন্দবাজারে। গোটা ঘটনার নৃশংসতা এলাকাবাসীর বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছে। আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। যাঁরা খুনের পর ঘটনস্থলে ছিলেন, তাঁদের অনেকেই ঘটনার ভয়াবহতা দেখে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার অমনদীপ।

খুড়তুতো ভাই ও তার স্ত্রীকে খুন

জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে যোগেশ ধাওয়ানি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে খোলা তলোয়ার নিয়ে অভিযুক্ত যোগেশ তার কাকার বাড়িতে ঢোকে। তারপরই এলোপাথারি কোপানো শুরু করে।তাতে কাকাতো ভাই ও তার স্ত্রীকে খুন করে। বাধা দিতে গেলে গুরুতর জখম হয় কাকাতো ভাইয়ের ছেলে ভাবিক এবং কাকা মাওজি প্যাটেল। ঘটনায় গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। খুনের পরই অভিযুক্ত যুবক পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

জখম আরও দুই

পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিনেশ প্যাটেল (৫০) ও অনুস্যা প্যাটেল (৪৫) বছর। আরও দুজনকে জখম অবস্থায় কলকাতা SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার শিবপদ পাত্র জানিয়েছেন, সম্পত্তি ও পারিবারিক বিবাদের জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটনা

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত সমস্যা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এর আগেও প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে দুই পরিবারের সদস্যদের। তবে এভাবে খুন হতে হবে, তা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।

Advertisement

 

Advertisement