Advertisement

Asansol Hoarding Controversy: রাতের অন্ধকারে খোলা হচ্ছিল BJP-র হোডিং,হাতেনাতে ধরে থানায় অগ্নিমিত্রা

ফের হোডিং বিতর্ক আসানসোলে। রাতের অন্ধকারে খুলে নেওয়া হচ্ছিল বিজেপির হোডিং, হাতেনাতে ধরে আসানসোল দক্ষিণ থানায় হাজির বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সহ অন্যান্য কর্মীরা। অভিযোগ,পুরনিগমের অনুমতি দেওয়া হোডিং খুলে নিয়েছে তৃণমূল। অবশ্য যিনি খুলে নিচ্ছিলেন তার দাবি, তিনি এজেন্সির লোক। ওই হোডিংয়ের পারমিশন না থাকায় তা খোলা হচ্ছিল। যদিও অভিযুক্ত এজেন্সি কোনও আইডি প্রুফ দেখাতে পারেনি। বিজেপির আরও অভিযোগ,হোডিং খুলতে বাধা দিলে তৃণমূলের লোকজন এসে বিজেপি কর্মীদের হুমকি দেয়। এর পরেই অগ্নিমিত্রা পল দলীয় কর্মীদের নিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে আসানসোল দক্ষিণ থানা এলাকা চত্বর।

TMC is accused of removing BJPs hoarding in Asansol

Advertisement