নির্বাচনের সময় থেকে বাংলায় অব্যাহত রয়েছে দলবদলের হিড়িক। বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিচ্ছেন একের পর এক বিধায়ক। মুকুল রায় থেকে শুরু করে অন্যান্য বিধায়ক যারা বিজেপিতে গিয়েছিলেন বিধানসভা ভোটের আগে, এখন তারা তৃণমূলে ফিরতে চাইছেন। কয়েকদিন আগেই বিশ্বজিৎ দাসও তৃণমূলে ফিরলেন। সেই পথেই পা বাড়িয়ে রেখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় , দীপেন্দু বিশ্বাসও। এর মধ্যেই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন শুরু নদীয়া জুড়ে। এই বছর বিধানসভা ভোটের আগেই পার্থসারথি চট্টোপাধ্যায় দিল্লিতে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। তবে বিধায়কের তবে এতদিন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি কি সত্যিই তৃণমূলে ফিরতে চান ? এ নিয়ে প্রথমবার আমাদের ক্যামেরার সামনে মুখ খুললেন তিনি। আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানালেন তিনি, শুনুন।