একাধিক ভোটারের একই এপিক নম্বর, এই অভিযোগ আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলার ভোটারের সচিত্র পরিচয়পত্রের নম্বর মিলে যাচ্ছে গুজরাত বা হরিয়ানার ভোটারের সঙ্গে। এই নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ফের একবার সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন। এদিন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদার প্রশাসনকে নিয়ে সভা করেন মমতা। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে প্রশাসনিক এবং সরকারি কাজে গতি চান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ভোটার কার্ড জালিয়াতি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ভোটার লিস্ট তৈরি হচ্ছে জেলায় জেলায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এই নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম, এসপিদের সতর্ক করে বলেন ভোটার লিস্টে একজনের জায়গায় তিন জনের নাম তোলা হচ্ছে। এতে আসল ব্যক্তিও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যারা এই কাজ করছে তাদের খুঁজে বের করার কথাও বলেন মমতা। কম্পউটারে কিছু লোক এমন কাজ করছেন বলেও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে সারপ্রাইজ ভিজিটেরও পরামর্শ দেন তিনি। পাশাপাশি জঙ্গি প্রবেশ রুখতে সীমান্তবর্তী জেলার প্রশাসনগুলিকে সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোটার লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'ডিএম-এসপিরা যেন বসে দেখেন, একজনের নামে তিনজেনর নাম, অরিজিনাল ব্যক্তিও তাহেল ভোট দিতে পারবেন না, যারা করছে তাদের আইডেন্টিফাই করুন, শর্ষের মধ্যেই ভূত আছে, সারপ্রাইজ ভিজিটে যেতে হবে।'
উল্লেখ্য,স্বচ্ছ্ব ভোটার তালিকার দাবিতে প্রথম থেকেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ আগও করেছেন তিনি। অভিযোগ ছিল, অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হয়েছে। আবার এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ ছিল একই নম্বরের ভোটার কার্ড একাধিক ব্যক্তিকে প্রদান করা হয়েছে। এই নিয়ে এবার উত্তরবঙ্গের জেলাগুলিকেও সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।