Bengal Safari Park Siliguri: পুজোর আগেই আসার কথা ছিল, কিন্তু আসেনি। আপাতত ডিসেম্বরে চলে আসবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে যাঁরা ঘুরতে আসতে চলেছেন, ডিসেম্বরেই নতুন অতিথিদের সঙ্গে সাফারির আনন্দ নিতে পারবেন পর্যটকরা। এমনটাই সুযোগ এনে দিতে চলেছে বন দফতর ও জু অথরিটি। কিন্তু কাদের সঙ্গে সেটাই খোলসা করা হয়নি। ডিসেম্বর মাসের শুরুতেই বেঙ্গল সাফারি পার্কে চালু হতে চলেছে সিংহ বা লায়ন সাফারি।
সিংহ চলে এলে বেঙ্গল সাফারির প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে। তবে সিংহদের থাকার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। পার্ক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার জন্য কোটি অতিরিক্ত একশো একর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে । তৈরি করা হয়েছে আলাদা নাইট শেল্টারও । অতিথিদের আনার পর তাদের পরিবেশের সঙ্গে খাপখাইয়ে বা মানিয়ে নেওয়ার জন্য দু’সপ্তাহ কোয়ারান্টাইনে রাখা হবে । তারপর পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশ্যে আনা হবে তাদের বলে জানা গিয়েছে।
লেপার্ড, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি পর, এবার সিংহ সাফারি। ফলে উচ্ছ্বসিত পর্যটক মহল এবং পার্ক কর্তৃপক্ষ। সিংহ আনা হলে পার্কের আকর্ষণ যে বহুগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে রয়্যাল বেঙ্গল সাফারি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। পর্যটক মহলে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে ছুটে আসেন। ভারতের জাতীয় পশুর টানে যারা সুন্দরবনে যাওয়ার ঝুঁকি নিতে চান না, তাঁরা নির্বিঘ্নে গাড়িতে করে বাঘের ডেরায় ঢুকে যান। এবার ঠিক একই কায়দায় সিংহের চারিদিকে আপনি বা আপনার চারিদিকে সিংহ ঘুরে বেড়াতে পারে।
কোথা থেকে আসছে পশুরাজ?
আলিপুর চিড়িয়াখানা, রাঁচি এবং ত্রিপুরা থেকে আনা হবে চারটি সিংহ। তার প্রস্তুতি এখন তুঙ্গে। ৪০ হেক্টর জমিতে এনক্লোজার তৈরি শুরু হয়ে গিয়েছে আগেই। সাফারিতে আলাদা করে খাঁচাও পাতা হচ্ছে সিংহের জন্য। তৈরি করা হচ্ছে ১০ কামরার নাইট সেল্টার। সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কমল সরকার জানিয়েছেন, সিংহের নিজস্ব আচরণ বিধি এবং গতিবিধি রয়েছে। সেই পরিস্থিতি পার্কে তৈরি করে দেওয়ার কাজ চলছে পুরোদমে। ফলে এবার বেঙ্গল সাফারিতে পশুরাজ দর্শন এখন সময়ের অপেক্ষা।
এদিকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় এতদিন স্নো লেপার্ড, রেড পান্ডা তো ছিলই। এবার সেখানে দুটি সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বর্তমানে সেখানে একটি সাইবেরিয়ান বাঘ ও ২৫টি রেড পান্ডা রয়েছে। তবে এবার সাইপ্রাসের পাফোস জুলজিকাল পার্ক থেকে আনা হবে এই দুটি সাইবেরিয়ান বাঘ।