উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ। প্রেমিকার নগ্ন ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় তোলপাড়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সুপার মহম্মদ সানা আখতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা হাট সংলগ্ন তিওরডাঙ্গি গ্রামে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই গ্রামের বাসিন্দা কিশোরীর সঙ্গে ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গ্রামেরই এক যুবকের। ওই কিশোরী বর্তমানে তরুণী। দুজনে মেলামেশার ফলে সম্প্রতি ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপরই গোলমালের সূত্রপাত। তরুণীকে গর্ভপাত করিয়ে নেওয়ার পরামর্শ দেয় ওই যুবক বলে অভিযোগ। রাজি না হওয়াতে বাধে বচসা। এরপর প্রেমিকাকে শিক্ষা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার প্রেমিকার অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় প্রেমিক বলে অভিযোগ। মূহূর্তে তা ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায়। বিষয়টি জানতে পেরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে সাইবার ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত প্রেমিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে তরুণী জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিযুক্তর। এর আগেও দু'দুবার ওষুধ খাইয়ে গর্ভপাত করায়। সেই সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। বিহারের কিশনগঞ্জে একটি নার্সিংহোমে রেখে তাকে চিকিৎসা করানো হয়। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এবারও গর্ভপাত করার জন্য চাপ দিচ্ছিল যুবক বলে তাঁর অভিযোগ। বিভিন্ন জায়গায় ঘোরানোর ছুতোয় খাবারের সঙ্গে মিশিয়ে গর্ভপাতের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। না খেতে চাওয়ায় তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বলে অভিযোগ।