Padatik Express Survived: অল্পের জন্য বাঁচল পদাতিক এক্সপ্রেসও, বিধায়কের পোস্ট ঘিরে চাঞ্চল্য

Padatik Express Survived: ফোনে বিধায়ক জানান, ১২ নম্বর কেবিনের সিগন্যাল ম্যান জানিয়েছে রেড সিগন্যাল দেওয়া সত্ত্বেও ড্রাইভার সিগন্যাল উপেক্ষা করে ট্রেন ঢুকিয়ে দেয়। তিনি পদাতিকে আসছিলেন। দুর্ঘটনা দেখে সেখানেই নেমে পড়েন। উদ্ধারকাজে তদারকিতে শামিল হন।

Advertisement
অল্পের জন্য বাঁচল পদাতিক এক্সপ্রেসও, বিধায়কের পোস্ট ঘিরে চাঞ্চল্যঅল্পের জন্য বাঁচল পদাতিক এক্সপ্রেসও

দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। মৃতের সংখ্যা অনেকক্ষণ আগেই ১২ ছাড়িয়েছে। জখম ৬০ এর বেশি। এই সংখ্যা যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনেককে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ৮ জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত। সমস্ত রকম আপদকালীন ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছে। চিকিৎসকরা সকলেই সর্বোচ্চ প্রয়াসে চিকিৎসার বন্দোবস্ত করছেন বলে তাঁর দাবি। এদিকে এর মধ্যেই অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচল শিয়ালদা-কোচবিহারগামী পদাতিক এক্সপ্রেস। 

এমনটাই দাবি করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি কলকাতা থেকে এদিন পদাতিকে আলিপুরদুয়ারে ফিরছিলেন। এদিন নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা দেরিতে ট্রেনটি এসে ওই এলাকায় পৌঁছয়। ফলে বিপদ এড়িয়েছে। নইলে পদাতিকও ওই সময় রাঙাপানি স্টেশন এলাকায় দাঁড়ায় বলে শিউরে উঠেছেন তিনি। তিনি সোস্যাল মিডিয়ায় নিজের আশঙ্কার কথা প্রকাশ করে পোস্টও করেন। তিনি লেখেন,

"আরো বড় ভয়াবহ দুর্ঘটনা হতে পারতো! রাঙ্গাপানি দুর্ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস আটকে গেলো। কিছু সময়ের এদিক ওদিক হলেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বদলে পদাতিক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক লাইনে চলে আসতো বলে জানা যাচ্ছে। রেলের ত্রুটিপূর্ণ সিগন্যালিং এর কারনে... পদাতিক এক্সপ্রেসের যাত্রী হিসেবে এই অভিজ্ঞতা।"
 

পরে ফোনে বিধায়ক জানান, ১২ নম্বর কেবিনের সিগন্যাল ম্যান জানিয়েছে রেড সিগন্যাল দেওয়া সত্ত্বেও ড্রাইভার সিগন্যাল উপেক্ষা করে ট্রেন ঢুকিয়ে দেয়। তিনি পদাতিকে আসছিলেন। দুর্ঘটনা দেখে সেখানেই নেমে পড়েন। উদ্ধারকাজে তদারকিতে শামিল হন। পরে জানতে পারেন দুর্ঘটনাটি পাশের লাইনে হয়েছে। তিনি বলেন,"কিছুক্ষণ আগে পদাতিক এলে হয়তো ওই লাইনে ট্রেনটিকে দিতে পারত। তাহলে আমাদের ট্রেনটিই দুর্ঘটনার কবলে পড়তে পারত।" এর পিছনে কবচ ও রেলের গাফিলতিকেই দুষেছেন তিনি।

Advertisement

অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, উদ্ধার অভিযান চূড়ান্ত তৎপরতায় চলছে।কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং দার্জিলিং জেলা প্রশাসনের সহযোগিতায় সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জখমদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ৫০,০০০ টাকা এক্স-গ্রাশিয়া। PMNRF থেকে ২ লক্ষ টাকা প্রত্যেক মৃতের আত্মীয়কে দেওয়া হবে এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।

তিনি বলেন, "মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জি আগামী এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন। তিনি ঘোষণা করেছেন যে "বর্ধিত এক্স-গ্রেশিয়া ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্থদের প্রদান করা হবে। রেলের তরফ থেকেও মৃতের ক্ষেত্রে ১০ লাখ টাকা, 
গুরুতর আহতদের জন্য আড়াই লাখ এবং অল্প আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের আধিকারিকরা, এনডিআরএফ, এসডিআরএফ, জেলা প্রশাসন এবং পুলিশ তাদের প্রচেষ্টার সমন্বয় করছে। আমরা সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং উদ্ধার নিশ্চিত করব।"

 

POST A COMMENT
Advertisement