Raiganj News: রাস্তায় পড়ে রাজ্য সরকারের দেওয়া সারি সারি স্কুল ইউনিফর্ম, রায়গঞ্জে হইচই

জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তারই মাঝে রাস্তার পাশে একসঙ্গে প্রচুর বিশ্ব বাংলা লোগো লাগানো শতাধিক সরকারি স্কুলের ইউনিফর্ম পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সংখ্যাটা নয় নয় করে কম নয়, পাঁচশোর বেশি। ছেলেদের জামা প্যান্টের পাশাপাশি মেয়েদের ফ্রকও রয়েছে। তবে ইউনিফর্মগুলি অধিকাংশ খুদে পড়ুয়াদের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের রুপাহারে।

Advertisement
 রাস্তায় পড়ে রাজ্য সরকারের দেওয়া সারি সারি স্কুল ইউনিফর্ম, রায়গঞ্জে হইচইরাস্তায় পড়ে রাজ্য সরকারের দেওয়া সারি সারি স্কুল ইউনিফর্ম

 জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তারই মাঝে রাস্তার পাশে একসঙ্গে প্রচুর বিশ্ব বাংলা লোগো লাগানো শতাধিক সরকারি স্কুলের ইউনিফর্ম পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সংখ্যাটা নয় নয় করে কম নয়, পাঁচশোর বেশি। ছেলেদের জামা প্যান্টের পাশাপাশি মেয়েদের ফ্রকও  রয়েছে। তবে ইউনিফর্মগুলি অধিকাংশ খুদে পড়ুয়াদের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের রুপাহারে। 

রায়গঞ্জের রুপাহারে বাইপাসের ধারে নীল- সাদা স্কুল ইউনিফর্ম পড়ে থাকতে দেখে  ব্যাপক শোরগোল পড়ে যায়।  ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন তৃণমূল নেতা সুব্রত দেবপাল ও গ্রাম পঞ্চায়েতের  প্রতিনিধি নুর আলম সহ অন্যরা। ঘটনমাস্থলে যায় পুলিশও। এ প্রসঙ্গে তৃণমূল নেতা সুব্রত দেবপাল বলেন, ‘বাসিন্দারা জানান প্রায় ৫০০ থেকে ৭০০ স্কুল ইউনিফর্ম জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে। এখানে এসে দেখলাম একেবারে সত্যি ঘটনা।  প্রচুর পরিমাণে স্কুল ইউনিফর্ম রাস্তার পড়ে রয়েছে। এগুলি সবই সরকারি স্কুলের ইউনিফর্ম। যা বিনামূল্যে পড়ুয়াদের দেওয়ার কথা। সেই ইউনিফর্ম গুলি রাস্তার ধারে এভাবে পড়ে থাকা একেবারেই বাঞ্ছনীয় নয়। এর পিছনে কোনও অসাধু চক্র রয়েছে। খোলা বাজারে বিক্রির জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল,পুলিশের নাকা চেকিংয়ের ভয়ে ফেলে দিয়েছে।এই ঘটনার তদন্ত হওয়া উচিত এবং শীঘ্রই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত।’

অন্যদিকে, বিরঘই গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি নুর আলম  বলেন, ‘ছেলে-মেয়েরা কাকুতিমিনতি করে ইউনিফর্ম পাচ্ছে না, সেখানে রাস্তায় পড়ে রয়েছে নতুন ইউনিফর্ম । কোন অসাধুচক্র এর পেছনে রয়েছে বলেই মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সংবাদদাতা: তন্ময় চক্রবর্তী
 

POST A COMMENT
Advertisement