Advertisement

Alipurduar Turtle Rescue: ট্রেনের স্লিপার কোচে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপ, উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে আপ আম্বেদকর নগর কামাখ্যা এক্সপ্রেস থেকে ৩০ টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ। এদিন সকালে আলিপুরদুয়ার জংশনে অভিযান চালিয়ে একটি বস্তাবন্দি অবস্থায় কচ্ছপগুলি উদ্ধার হয়। জানা গেছে, এদিন ট্রেনের স্লিপার কোচে অভিযান চালিয়ে আরপিএফ কর্মীরা এগুলো উদ্ধার করেন। আরপিএফ সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপগুলি। তবে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বক্সা বনদফতরের হাতে তুলে দেয় আলিপুরদুয়ার জংশন আরপিএফ।

Advertisement
POST A COMMENT