Advertisement

Elephant gives birth in a tea garden: আলিপুরদুয়ারের চা বাগানে হস্তি শাবকের জন্ম, দেখুন VIDEO

চা বাগানের মধ্যে বাচ্চার জন্ম দিল মা হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে প্রায়ই হাতির দলকে দেখা যায়। সেরকমই একটি হাতির দল মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানে এসেছিল। হাতির দলকে তাড়ানোর সময় সবকটি হাতি চলে গেলেও একটি হাতি থেকে যায়। তখনই দেখা যা হাতিটি একটি বাচ্চা প্রসব করছে। ঘটনাস্থলে যায় বনকর্মীরা।

Advertisement
POST A COMMENT