শিলিগুড়ি মহাকুমার টুকুরিয়াঝাড় বনাঞ্চলে অসুস্থ একটি দাঁতাল । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে টুকুরিয়াঝাড় বনাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে হাতিটি। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত এক মাস ধরে টুকুরিয়া ঝাড় জঙ্গল সংলগ্ন এলাকায় একটি দলছুট হাতি ঘুরে বেড়াচ্ছে। হাতিটির পায়ে চোট রয়েছে। হাতিটির অতি দ্রুত চিকিৎসার দাবি করে তারা। কার্শিয়াঙ ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন 'আমাদের কাছে খবর এসেছে একটি হাতি ঘোরাঘুরি করছে। আর ওই হাতিটির আগেই চোট পেয়েছিল সেই চোট রয়েছে। যখন ঐ হাতিটি লোকালয়ে ঢোকার চেষ্টা করে তখন আমাদের কর্মীরা পৌঁছে হাতিটিকে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। এর পাশাপাশি তিনি আরো বলেন হাতিটির চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি থেকে টিম পাঠানো হবে।