বাড়িতে পুজো ছিল বলে তিরুপতি থেকে দিনহাটার নিগমনগরে ফিরছিলেন শিবা রায় ৷ বাড়ি ফেরার পথে বালেশ্বরে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। রেল কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে ওড়িশার হাসপাতালে ভর্তি করেছে ৷ ডাউন যশবন্তপুর এক্সপ্রেসে ফিরছিলেন তিনি। শুক্রবার, 2 জুন বিকেলে শেষবার কথা হয়েছিল তার সঙ্গে পরিবারের। এরপরই ঘটে যায় দুর্ঘটনা। রাতে পরিবার রওনা হয়েছে বালেশ্বরের পথে। জানা গিয়েছে শিবা রায় প্রায় একমাস আগে গিয়েছিলেন তিরুপরিতে শ্রমিকের কাজ করতে। বাড়িতে শিবকালি পুজোর জন্য পরিবার বাড়িতে ফিরতে বলেছিল। তাই বাড়ির পথে রওনা হতে শুক্রবার ট্রেনে চেপেছিলেন শিবা রায়। শিবার বাবা শিবকান্ত রায় অরুণাচলে শ্রমিকের কাজ করেন।
Coochbehar Boy Injured In Balasore Train Accident