হোলি উৎসবকে সামনে রেখে দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে গরুমারা, চাপড়ামারি এবং নেওড়া ভ্যালির জঙ্গল। জঙ্গলের ভেতরে পর্যটকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আনা হচ্ছে এই দুই দিন। আগামী ৭ এবং ৮ মার্চ এই দুই দিন পর্যটকরা জঙ্গলের ভেতরে কোনওরকম জিপসি সাফারি করতে পারবেন না। পাশাপাশি পর্যটকদের জন্য জঙ্গলের ভেতরে যে সমস্ত থাকার বন্দোবস্ত রয়েছে সেগুলিও বন্ধ থাকবে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও-র তরফে এই ঘোষণা করা হয়েছে। এদিকে ৫ থেকে ১০ তারিখ স্থানীয়দের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে।
Forests of Dooars Closed During Holi 2023