Advertisement

Elephant Death: দেহ ক্ষতবিক্ষত, হাতিটির এত মর্মান্তিক মৃত্যু কীভাবে? গাজলডোবায় রহস্য

ফের হাতি মৃত্যু, চাঞ্চল্য গাজলডোবার বৈকুণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন তিস্তাচর এলাকায়। সাতসকালে তিস্তাচর এলাকায় ধানের জমির পাশে হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরে। পরে বনকর্মীরা এসে জানায় হাতিটি মৃত। বনদফতরের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শক বা জমিতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে হাতিটির। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা রেঞ্জের ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। এদিকে হাতি দেখতে ভিড় জমে যায় এলাকায়। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT