Advertisement

Jalpaiguri Python Rescue: জলপাইগুড়িতে দেখা মিলল অজগরের, কতটা লম্বা ?

ঝাড়গ্রামের পর এবার জলপাইগুড়িতে উদ্ধার অজগর। বুধবার বিকেলে জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের করলা নদী সংলগ্ন একটি জায়গায় অজগর ছানাটিকে দেখতে পান স্থানীয়রা। এলাকার পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী সাপটিকে উদ্ধার করেন। ওই পরিবেশ কর্মী জানান, অজগরটি বার্মিজ পাইথনের ছানা।

Advertisement
POST A COMMENT