Advertisement

Leopard Caught: কার্শিয়াংয়ের তিনধারিয়ায় দিনভর আতঙ্কে রেখে ধরা দিল চিতাবাঘ

সোমবার তিনধারিয়া টি এস্টেটের গোদামধুরা,গয়াবাড়ি এলাকায় চিতাবাঘ ঢোকে। তিনধারিয়া পুলিশ ফাঁড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কার্শিয়ং ডিভিশনের স্কোয়াড ওয়ানের রেঞ্জার দল নিয়ে ঘটনাস্থলে যান এবং দেখতে পান একটি অপ্রাপ্তবয়স্ক মহিলা চিতাবাঘটি চা বাগানের ২৫ ফুট গভীর একটি শুকনো জলাশয়ের ভিতরে আটকা পড়েছিল। রিসার্ভারটি গোদামধুরা গ্রামের খুব কাছে ছিল। এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষমেষ বিকেলের দিকে এটিকে উদ্ধার করে বনদফতর।

TAGS:
Advertisement
POST A COMMENT