scorecardresearch
 
Advertisement

Malda: তাক লাগিয়েছে বাঙালি মেয়ে নিশা হালদার, নির্ভয়ে বিষধর সাপ ধরে

Malda: তাক লাগিয়েছে বাঙালি মেয়ে নিশা হালদার, নির্ভয়ে বিষধর সাপ ধরে

সাপের কথা শুনলেই আমরা আঁতকে উঠি। আর ধরা তো অনেক দূরস্ত। কিন্তু যারা সাপ ধরেন তারা অত্য়ন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত হন। তবে সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এক কিশোরী বিষাক্ত সাপ ধরে এলাকায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। ঘটনাটি মালদহ থানার মঙ্গলবাড়ী বাচামারি পালপাড়া এলাকার। তার এই অদম্য সাহস দেখে হতবাক বাসিন্দারা। জানা গিয়েছে,ওই কিশোরীর নাম নিশা হালদার। সে এলাকার একটি স্কুলের ক্লাস ট্যুয়েলভে পড়াশোনা করেন। বাবা নিতই হালদার সর্প প্রেমী। পাশাপাশি ছোটোখাটো কাজও করেন। খবর আশে মঙ্গলবাড়ি এলাকায় আনন্দ পালের বাড়ির পিছনে একটি বিষাক্ত সাপ ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপরই গোটা এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পরে। স্থানীয়রা খবর দেয় সর্বপ্রেমী নিতাই হালদারকে। কিন্তু নিতাইবাবু বিশেষ কাজে বাইরে থাকায় আসতে পারেনি। এরপরই সাপ উদ্ধার করতে মেয়ে নিশা হালদার হাজির হয়। খবর পেয়ে ওই কিশোরী ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ জঙ্গলে খোঁজাখুঁজির পর অবশেষে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে। নিশা হালদারের সাপ ধরার সাহস দেখে এলাকাবাসীরা একেবারে তাজ্জব। উদ্ধারের পর নিশা জানায়,বর্ষার সময় সাপ ডিম পাড়ে এবং বংশ বিস্তারের সময়। তাই বেশির ভাগ সাপ এই সময় বাইরেই থাকে। উদ্ধার হওয়া এই সাপের বিষাক্ত বিষ রয়েছে। পাশাপাশি সমাজকে সাপ না মারার পরামর্শ দেয় নিশা।

minor girl Rescue Snake in Malda.

TAGS:
Advertisement