Advertisement

North Bengal Electric Bus: সুখবর, এবার উত্তবঙ্গেও ইলেকট্রিক বাসে ভ্রমণ, কোন রুটে মিলবে সুবিধা?

কোচবিহার থেকে আলিপুরদুয়ার ও  কোচবিহার  থেকে দিনহাটা এই দুটি  রুটে চারটি  ইলেকট্রিক বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ইলেকট্রিক বাস চালানোর জন্য যে চার্জিং স্টেশন প্রয়োজন তা তৈরি হবে  কোচবিহারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, পরিবহন দপ্তর জানিয়েছে  দ্রুত টাকা বরাদ্দ হবে।

NBSTC Set to Run 4 Electric Buses in North Bengal

Advertisement
POST A COMMENT