Advertisement

Udayan Guha Attacks Nisith Pramanik: নাম না করে চাকরি দুর্নীতিতে নিশীথ প্রামাণিককে আক্রমণ উদয়ন গুহর

নাম না করে এবার চাকরি দুর্নীতিতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । রবিবার দুপুরে কোচবিহার রবীন্দ্রভবনে তৃণমূলের সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেন, ‘ইডি আমাকে ডাকুক। সিবিআই আমাকে ডাকুক। আমি বলবো ওর চাইতে বড় চাকরি চোর এই জেলায় কেউ নেই। এই কেন্দ্রীয় মন্ত্রীর মতো চাকরি চোর আর কেউ নেই।’ নাম না করলেও উদয়নের ইঙ্গিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রতি তা পরিষ্কার।

Advertisement
POST A COMMENT