scorecardresearch
 
Advertisement

North Bengal Heavy Rain: অবিরাম বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধসে বিপর্যস্ত সিকিম, আটকে প্রচুর পর্যটক

North Bengal Heavy Rain: অবিরাম বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ধসে বিপর্যস্ত সিকিম, আটকে প্রচুর পর্যটক

প্রবল বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত সিকিম। এখনও সেখানে আটকে রয়েছে ১২০০-র বেশি পর্যটক। সিকিমের মাঙ্গান জেলায় আটকে পড়া ১২০০-র বেশি পর্যটককে আজ উদ্ধার করা হতে পারে, যদি আবহাওয়া ভাল থাকে। সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শেরিং থেন্দুপ ভুটিয়া উদ্ধারকাজে তদারকি করবেন বলে জানা গিয়েছে। অবিরাম বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জল ঢাকা, সহ ডুয়ার্সের পাহাড়ী ঝোরা। জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল ছটায় ১৩৯৫.৬৫ কিউসেক জল ছাড়া হয়। রবিবারও ৩১ নম্বর জাতীয় সড়কে জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলি গঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement