scorecardresearch
 
Advertisement

Bison: শিলিগুড়ির আশিঘরে বাইসন,গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টায় বনদফতর

Bison: শিলিগুড়ির আশিঘরে বাইসন,গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টায় বনদফতর

শিলিগুড়ির শহর সংলগ্ন আশিঘর আউট পোস্টের ফাঁড়াবাড়ি এলাকার থারুখাঁটি ব্রিজের কাছে একটি বাইসনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালে স্থানীয় ওই এলাকার যুবকেরা ওই বাইসনটিকে সাহু নদীতে জল খেতে দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বৈকন্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে বাইশনটি ওই সাহু সহ নদীর সংলগ্ন এলাকায় ছুটতে থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাইসনটিকে গভীর জঙ্গলে পাঠানোর কাজ শুরু করেছে বনদপ্তর। প্রসঙ্গত শিলিগুড়ি শহরের উপ কন্ঠেই জনবহুল ফাড়াবাড়ি নেপালি বস্তি । ওই এলাকায় রয়েছে জঙ্গল। যদিও ওই এলাকায় এর আগে কখনো বাইসন দেখতে পাওয়া যায়নি। তবে কি করে ওই এলাকায় বাইসন এসে পৌঁছালো তা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement