Advertisement

Snowfall Sikkim: পশ্চিম সিকিমের পেলিংয় ও সান্দাকুফে তুষারপাত, দেখুন VIDEO

পূ্র্বাভাস ছিলই। আর তা সত্যি করে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু অংশে শুরু হল তুষারপাত। দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমানা এলাকায় তুষারপাত শুরু হয়েছে।  সিকিমের পেলিং ও লাচুংয়ে মঙ্গলবার রাত থেকেই টানা তুষারপাত শুরু হয়েছে। সাদা চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। শীতের মরশুমে এই এলাকায় প্রথম তুষারপাত। এদিকে দার্জিলিংয়ের নীচু অংশে, ঘুম, জোড়বাংলো, কার্শিয়াংয়ে বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। আসুন দেখে নিই কিছু ছবি। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে বুধবার সকাল থেকেই। এটি এই বছরের দ্বিতীয় তুষারপাত।

Advertisement
POST A COMMENT