Advertisement

North Bengal Tourism Murti-Gorumara: সংস্কার চলছে মূর্তি সেতুর, গরুমারা যাবেন কোন পথে? জেনে নিন

গরুমারা জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে আপাতত বাড়তি সময় ও খরচ করতে হবে পর্যটকদের। গরুমারা জাতীয় উদ্যানের চাপড়ামারি, চন্দ্রচূড় নজর মিনার, লাটাগুড়ি কিংবা মূর্তিতে যেতে ঘুরপথে যেতে হবে বলে জানা গিয়েছে। সৌজন্যে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মূ্র্তি যাওয়ার প্রধান সেতুটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরনো সেতুটি সংস্কার করা হবে। আর তার ফলেই আপাতত এই বিপত্তি। আপাতত এই সেতুটি বন্ধ হওয়ার ফলে পর্যটকরা এখন ওই পথে জঙ্গলের অপরূপ শোভা থেকে বঞ্চিত থাকবেন।

Advertisement
POST A COMMENT