Advertisement

Kalimpong Paragliding: কয়েক হাজার ফুট উঁচুতে প্যারাগ্লাইডিংয়ে কেমন লাগে ? VIDEO

প্যারাগ্লাইডিং। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। সাহস জুগিয়ে উঠতে গিয়েই বিপত্তি। হোঁচট খেলাম। তবে তারপরও বুকে সাহস নিয়ে উড়লাম আকাশে। মাটি থেকে কয়েক হাজার ফুট উচুঁতে। নিচে পাহাড়, জঙ্গল, নদী, আহা সে কী প্রাকৃতিক সৌন্দর্য। যদিও নিচে তাকাতে ভয় লাগছিল তবে আনন্দও হচ্ছিল। মনে হচ্ছিল, কিছু একটা করলাম। আপনারাও প্যারাগ্লাইডিং করতে চান ?

Advertisement
POST A COMMENT