তিস্তা নদীতে বাঁধ মেরামতের কাজ চলছে। বেশ কদিন ধরেই মহানন্দা নদীর জল পরিশ্রুত করে শহরবাসীর বাড়ি বাড়ি সরবরাহ করছিল শিলিগুড়ি পুরসভা। কিন্তু বুধবার সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব জানান, আগামী ২ জুন তারিখ পর্যন্ত সরবরাহ করা জল শহরবাসী যেন পান না করেন। দৈনন্দিন কাজের জন্য তা যেন ব্যবহার করেন। কারণ এখন এই জল পানের যোগ্য নয়। এই পানীয় জলে বিওডি’র তারতম্যের কারণে তা পানের ‘যোগ্য নয়’ বলে সূত্রের খবর। গত ১৫ দিন ধরে শিলিগুড়ি পুরসভার সরবরাহিত জলে ভয়ঙ্কর দূষণ ছড়িয়েছে। তাই এই জল পান না করার জন্য আবেদন জানালেন মেয়র গৌতম দেব। এদিকে পানীয় জলের জন্য চাহিদা বাড়ছে ক্রমশ। উচ্চমূল্যে বোতলজাত জল বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্পোরেশন।