Advertisement

Prakash Chik Baraik: রাজ্যসভার সাংসদ পদে তৃণমূলের নতুন প্রার্থী আলিপুরদুয়ারের প্রকাশ

রাজ্যসভার সাংসদ পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তাতে পুরনোদের সঙ্গে নতুন তিনজনকে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের একজন। আলিপুরদুয়ারের প্রকাশ চিক বরাইক রাজ্যসভার নতুন মুখ। আদিবাসী এই নেতা দীর্ঘদিন তৃণমূলে রয়েছেন। প্রকাশ চিক বরাইকের মনোনয়নের খবর আসতেই তাঁর অনুগামীদের মধ্যে উৎসব শুরু হয়ে যায়। তিনি জানান, সাংসদ হলে সমস্ত জনজাতির উন্নয়ণের জন্য কাজ করবেন তিনি।

Advertisement
POST A COMMENT