Advertisement

Udayan Guha Visits Dinhata Sub Divisional Hospital: দিনহাটা মহকুমা হাসপাতালে উদয়ন, পরিষেবা কি মিলছে? নিলেন খোঁজ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভে শামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাই এদিন ডাক্তারদের ধর্মঘটের মাঝেই দিনহাটা মহকুমা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী তথা দিনহাটা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন হাসপাতালে এসে হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলার পাশাপাশি, বিভিন্ন ওয়ার্ড ও ওপিডি ঘুরে দেখেন মন্ত্রী নিজেই। সেখানে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। এবং যে যে বিভাগে ডাক্তার বসেনি, তাদের দ্রুত বসানোর জন্য হাসপাতাল সুপারকেও নির্দেশ দিতে দেখা যায় তাঁকে।

Advertisement
POST A COMMENT