প্রয়াত হলেন বঙ্গরত্ন সম্মানে ভূষিত প্রখ্যাত টেবিল টেনিস কোর্ট ভারতী ঘোষ। বঙ্গরত্ন ও ক্রীড়াগুরু টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ সোমবার দুপুরে মাটিগাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। ৮৪ বছর বয়সী ভারতী দেবী প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ এবং গণেশ কুণ্ডুর মতো তারকা খেলোয়াড়দের প্রশিক্ষক ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহায়তায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। মেয়র তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। তার মৃত্যুতে একদিকে যেমন শিলিগুড়ির টেবিল টেনিস মহলে শোকের ছায়া নেমে আসে।