Advertisement

NH 10 Blocked: ফের ধসে বিপর্যস্ত শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়ক, যান চলাচল ব্য়াহত

পাহাড়ে প্রবল বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় শনিবার সকালে। বিকেলের দিকে ধস সরিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) খোলা হয়েছে। তবে লিকুভির এবং ২৭ মাইলে ওয়ান-ওয়ে যান চলাচল শুরু হয়েছে। শনিবার ভোরে লিকুভিরে ধস নামে। মাটি-পাথর গড়িয়ে পড়ে রাস্তায়। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত হয়।

Advertisement
POST A COMMENT