Advertisement

Elephant: ট্রেনের সামনে হঠাত্‍ একদল বুনো হাতি, তারপর? দেখুন, আলিপুরদুয়ারে অন্য ছবি

ঝাড়গ্রামে যখন পুড়িয়ে মারা হল গর্ভবতী হাতিকে, তখন আলিপুরদুয়ারে দেখা গেল একেবারে অন্য ছবি। রেল চালকের তত্‍পরতায় প্রাণে বাঁচল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেললাইনে চলে আসে একদল বুনো হাতি। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবরি-শিলিগুড়ি এক্সপ্রেসের চালক রেলের গতি ধীরে করে দেন এবং এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একদল বুনো হাতি। এই ভাবে রেল চালকদের সতর্কতায় হাতির রক্ষার পাওয়ার বেশ কয়েকটি ঘটনা ইদানীং পরপর ঘটল। আর এই ভাবে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতিরক্ষার ঘটনায় স্বাভাবিকভাবে খুশি পরিবেশপ্রেমীরা

Advertisement
POST A COMMENT