Advertisement

Tea Price: চায়ের দাম বাড়ার সম্ভাবনা প্রবল, হঠাত্‍ কেন?

তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। এর ব্যাপক প্রভাব পড়ছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড 'চা শিল্পে'। তীব্র গরমের কারণে এবং বৃষ্টি না হওয়ায় চা পাতাগুলি লাল হয়ে যাচ্ছে। এর ফলে চা পাতার বৃদ্ধি হচ্ছে না । তার ওপর আবার রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। এই গরমে চা পাতা নষ্ট হওয়ায় একপ্রকার দুশ্চিন্তায় চা বাগান মালিকেরা। পাতা নষ্ট হলে দাম বাড়তে পারে চা পাতার।

Advertisement
POST A COMMENT