Advertisement

SSC Scam: 'ঘুম থেকে উঠে দেখলাম চাকরিটা নেই-মানসিক বিপর্যস্ত', শিলিগুড়িতে বিক্ষোভে 'শিক্ষক'রা

সোমবার কলকাতা হাইকোর্ট ২৫৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করার রায় দিয়েছে। এরফলে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদের চাকরি হারাবে। গোটা প্যানেল বাতিল হওয়ার ফলে এখন রীতিমত পথে বসেছেন বহু শিক্ষক-শিক্ষিকা। কেউ পরিবারের একমাত্র রোজগেরে, কারও রোজগারে সংসার চলে গোটা পরিবার। হাইকোর্টের রায়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। মঙ্গলবার উত্তরবঙ্গ-ডুয়ার্সের একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে জমায়েত হয়েছেন প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে। তাঁদের দাবি, যোগ্যরা যেন কোনওভাবে বঞ্চিত না হয়। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েও নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তারা পাশে চাইছেন রাজ্য সরকারকেও। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি তাঁদের লড়াই নয়, দাবি আদায়ের প্রার্থনা।

Advertisement
POST A COMMENT