scorecardresearch
 
Advertisement

তিস্তায় বাঁধ মেরামতির জন্য শিলিগুড়িতে জল সংকট, খতিয়ে দেখলেন মেয়র ও পারিষদরা

তিস্তায় বাঁধ মেরামতির জন্য শিলিগুড়িতে জল সংকট, খতিয়ে দেখলেন মেয়র ও পারিষদরা

গজলডোবায় তিস্তা ব্যারাজের বাঁধ মেরামতের জন্যে শিলিগুড়ি(Siliguri) শহরে পানীয় জলের সমস্যা(Water Crisis) হবে আগেই জানিয়েছিল পুরনিগম। সেইমতো শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা হয়েছে। কোথাও অল্প সময় জল পাওয়া গিয়েছে তো কোথাও জলের ফোর্স ছিল কম। সমস্যা হয়েছে শহরের ৩৩ নম্বর, ২১ নম্বর, ১৫ নম্বর, ৩৯ নম্বর, ৪০ নম্বর ওয়ার্ডের একাংশে। এদিন বিভিন্ন স্ট্যান্ড পোষ্টের সামনে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তবে যেখানে যেখানে সমস্যা হয়েছে পুরনিগম জলের ট্যাংক ও পাউচ পাঠিয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৪-৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। এদিন তিনি, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদরা গজলডোবা এবং ফুলবাড়িতে বাঁধ ও জলপ্রকল্পের কাজ খতিয়ে দেখেন। প্রতিশ্রুতি দেন, আগাম ব্যবস্থা নেওয়া রয়েছে। তাতে সমস্য়া হবে না।

Advertisement