Advertisement

Darjeeling: ফের লাইনচ্য়ুত হয়ে পড়ল টয় ট্রেন

ফের লাইনচ্য়ুত হয়ে পড়ল টয় ট্রেন। কয়েক দিন আগেই একটি টয় ট্রেন উল্টে যাওয়ার খবর মিলেছিল। বারংবার এই টয় ট্রেন উল্টে যাওয়ায় শতাব্দী প্রাচীন এই ট্রেনে চড়া বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। ঘটনাটি দার্জিলিং-এর কার্শিয়াঙের। বুধবার দার্জিলিং যাওয়ার সময় কার্শিয়াঙ স্টেশনে একটি টয় ট্রেন হঠাৎই লাইনচ্যুত হয়ে পরে। জানা যায় প্রথম বগি নাকি ট্র্যাক ছেড়ে রাস্তায় চলে গিয়েছিল। আর তার ফলেই ঘটে যায় এই বিপত্তি। ওই সময় বহু যাত্রী টয় ট্রেনের মধ্যে ছিলেন। এরপরই রেল কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি দেখেন। টয় ট্রেন টিকে ট্র্যাক আনতে কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। প্রায় এক ঘন্টার চেষ্টায় ট্রেন টিকে ট্রাকে আনা সম্ভব হয়। আর এই ঘটনার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এর আগে বাতাসিয়া লুপ ও ঘুম স্টেশনের মাঝে উল্টে গিয়েছিল যাত্রী সহ টয় ট্রেন। ঘুম স্টেশন থেকে যাত্রী নিয়ে দার্জিলিঙের দিকে রওনা দিয়েছিল টয় ট্রেনটি। স্টেশন থেকে কিছুটা দূরে ঘুম জোড় বাংলোর কাছে হঠাৎ করেই 10 নম্বর জাতীয় সড়কের উপর উল্টে যায় টয় ট্রেনের ইঞ্জিনটি। যদিও ট্রেনের চালক এবং যাত্রীরা অক্ষতই ছিলেন। গত 24 ফেব্রুয়ারি দুপুরে কার্শিয়াঙের গোথেলস সাইডিংয়ের কাছে বেলাইন হয়ে উল্টে যায় একটি টয় ট্রেন। ক্রেন দিয়ে টেনে কারশেডে নিয়ে যাওয়ার সময়ই টয় ট্রেনের ইঞ্জিনটি উল্টে যায়। ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে জাতীয় সড়ক লাগোয়া এই দুর্ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল।

Toy Train Derailment in Darjeeling Today.

Advertisement