Advertisement

Toytrain: কার্শিয়াং থেকে তিনধারিয়া যাওয়ার পথে উল্টে গেল টয়ট্রেন

কার্শিয়াংয়ের কাছে উলটে গেল টয়ট্রেনের একটি ইঞ্জিন। শুক্রবার শহরের গোথেলস স্কুলের কাছে একটি বাঁকের কাছে উলটে যায় ইঞ্জিনটি। জানা গিয়েছে, ইঞ্জিনটি খারাপ থাকায় সেটিকে মেরামতির জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে কোনওভাবে সেটি উলটে যায় সেটি। তবে ওই ইঞ্জিনে কেউ ছিলেন না। তাই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনটিকে ফের ট্র্যাকে তুলে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

Advertisement
POST A COMMENT