Advertisement

Jalpaiguri: জামাই আদর করে কচু শাক, চিংড়ি মাছ খাওয়ালেন মহিলা!

গত সপ্তাহেই জামাই ষষ্ঠী মিটে গেছে। জামাইরা শ্বশুর বাড়ি থেকে অনেক উপহার নিয়ে ফিরছেন। তাঁদের কত্ত আপ্যায়ন করা হয়েছে। কিন্তু এখন যার কথা বলব সে তার ব্যাগ নিয়ে অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত। দেখেই বোঝা যাচ্ছে তার ব্যাগেও অনেক উপহার রয়েছে। জানেন সেই উপহারের মধ্যে কী ছিল। লোহার তার, বাসনপত্র, অলঙ্কার। হুম বুঝেছেন তো যে এই উপহার আর পাঁচটা উপহারের থেকে আলাদা। কারণ যার কথা বলছি, তাকে আপনি আমি চোর খেতাব দেব। চুরির জিনিস নিয়ে হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ জাগে মালবাজারের চেল কলোনির বাসিন্দা সঞ্জয় পালের। ব্যাগে কী আসে তা তিনি দেখতে চান। দেখেন চুরির সামগ্রী রয়েছে। ভাবছেন তো এবার ওই চোরকে জেলে ভরা হবে শাস্তি দেওয়া হবে। কিন্তু না এমনটা একদমই হল না।

Woman welcomed thief with food in Jalpaiguri

Advertisement