বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise) উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছ বাঁকুড়ার শালতোড়া (Bankura Saltora) রেঞ্জের চাঁদবাক দামোদরের চরে।
রবিবার সকালে দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপটি। খবর পেয়ে, শালতোড়া বনদফতরের আধিকারিক ও কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান।
আরও পড়ুন - এই ১২টি জায়গা দেখা যায় না গুগল ম্যাপে, কারণ জানলে অবাক হবেন
বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছে বনদফতর।
বনদফতরের তরফে আরও জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া কচ্ছপটি আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার (Red-Eared Slider) বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ।
এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এই কচ্ছপ। আর শুধু বাস্তুতন্ত্র নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের।