scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS:পুলিশ দিবসে রূপকথার বিয়ে, গাটছড়া বাঁধলেন বাংলার দুই IAS-IPS

IAS-IPS
  • 1/10

২০১৮ সালের এপ্রিলের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেশের দুই আইএএস অফিসার টিনা ধাবি এবং আতার খান। সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে। এদিকে এই বাংলাতেই এবার সাত পাকে বাঁধা পড়লেন দুই তরুণ আইএএস এবং আইপিএস অফিসার।

IAS-IPS
  • 2/10

এটা যেন রূপকথার নায়ক নায়িকার কাহিনি। নিজের হবু বউকে খুশি করার জন্য পুলিশ দিবসের  দিন বৈবাহিক বন্ধনে জুড়ে গেলেন পূর্ব বর্ধমান জেলার  অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আইএএস অধিকারীক বিষ্ণু দাস।

IAS-IPS
  • 3/10

দুই তরুণ তুর্কি IAS ও IPS অফিসারের বিয়ে বলে কথা ।
 

Advertisement
IAS-IPS
  • 4/10

 নতুন জীবনকে চিরস্মরণীয় করার জন্য পুলিশ দিবসকেই বেছে নিলেন বাংলার দুই তরুন-তরুনী আইএএস এবং আইপিএস অফিসার।

IAS-IPS
  • 5/10

  হুগলির অ্যাডিশনাল হেডকোয়ার্টার এসপি  আইপিএস ঐশ্বর্য সাগর  বিয়ে করলেন পূর্ব বর্ধমান জেলার  অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আইএএস অধিকারীক বিষ্ণু দাসকে।

IAS-IPS
  • 6/10

দক্ষিণ ভারতীয় বেশভূষায় সাজগোজে দু'জন এক অপরের গলায় মালা দিয়ে চির জীবনের অটুট বন্ধনে যুক্ত হয়ে গেলেন।

IAS-IPS
  • 7/10

তিরুবন্তপুরমের আত্তুকাল মন্দিরে বসেছিল এই বিয়ের আসর। 
 

Advertisement
IAS-IPS
  • 8/10

ব্যাচমেট হিসাবে আগেই পরিচয় ছিল  ঐশ্বর্য  ও বিষ্ণুর। বন্ধুত্ব থেকেই প্রেম। 

IAS-IPS
  • 9/10

তাদের নতুন জীবন সুন্দর ও অটুট হয়ে উঠুক এই কামনাই করেন উপস্থিত সকলে। 

IAS-IPS
  • 10/10

দু’জনেরই কর্মব্যস্ত জীবন। তবু তারই মধ্যে সময় বার করে  বিয়েটা করে ফেললেন।

Advertisement