scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Forecast: আন্দামানে ঢুকল বর্ষা, ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলার এই জেলাগুলিতে

Bengal Monsoon Forecast
  • 1/11

সময়ের আগেই এবার এসে গেল বর্ষা। ইতিমধ্যে আন্দামান সাগরে ঢুকে পড়েছে বর্ষা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্ধারিত দিন ছিল ২২ মে। কিন্তু এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৷ 
 

Bengal Monsoon Forecast
  • 2/11


সোমবার দিল্লির মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সৌজন্যে ১৬ মে  বর্ষা প্রবেশ করেছে আন্দামান-নিকোবরে ৷ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশেও সক্রিয় রয়েছে বর্ষা ৷

Bengal Monsoon Forecast
  • 3/11

আগামী ৫ দিন আন্দামানে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷  সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ৬০  কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে ৷

Advertisement
Bengal Monsoon Forecast
  • 4/11


তবে, আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও এখনই বর্ষা আসছে না দেশের মূল ভূ-খণ্ডে ৷ কেরল হয়েই দেশে বর্ষার আগমন হয় ৷ সাধারাণত পয়লা জুন বর্ষা আসে কেরলে ৷ এবছর তা সময়ের আগেই আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এবছর ২৭  মে থেকে কেরলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ৷
 

Bengal Monsoon Forecast
  • 5/11

আন্দামান-কেরলের  পথে বাংলাতেও   কি আগে ঢুকছে বর্ষা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন আবহবিদেরা। অন্যদিকে, বর্ষার বৃষ্টি শুরু না হলেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেই হালকা থেকে মাঝাারি বৃষ্টি হবে। আর নীচের দিকের তিনটি জেলা মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 

Bengal Monsoon Forecast
  • 6/11

 সর্তকতা হিসেবে, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিঙে শুধু ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। 
 

Bengal Monsoon Forecast
  • 7/11


অন্যদিকে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

Advertisement
Bengal Monsoon Forecast
  • 8/11

বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 
 

Bengal Monsoon Forecast
  • 9/11


 কলকাতার ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। 
 

Bengal Monsoon Forecast
  • 10/11


 দক্ষিণ পশ্চিম দিক থেকে  বাতাস  প্রচুর পরিমাণে জলীয়বাষ্প  প্রবেশ করছে, রাজ্যে সেটাই এই বৃষ্টির কারণ বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Bengal Monsoon Forecast
  • 11/11


বৃষ্টি হলেও  দুই বঙ্গেই আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা তেমন নাই, ফলে  অস্বস্তির আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিত ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Advertisement